উড়িয়ে দেওয়া হবে গাড়ি, হত্যা করা হবে সালমানকে ! এল হুমকি ফোন, তারপর ?
ক্যান্সারে আক্রান্ত মেহুল চোকসি, এই বিষয়টিই এবার কাজে লাগাচ্ছে তাঁর আইনজীবী
বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে

বাথরুম থেকে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত দেহ! চাঞ্চল্য

ভয়াবহ ঘটনা ঘটল আরামবাগে।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC FLAG

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ সকালে বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বরে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। 

তৃণমূল নেতার পরিবারের অভিযোগ, স্ত্রীই খুন করিয়েছেন। চরম উত্তেজনা আরামবাগ হাসপাতাল চত্বরে। মৃত তৃণমূল নেতার নাম ফায়েজউদ্দিন খান। তিনি আরামবাগের তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সম্পাদক ছিলেন। বুধবার সকালে আরামবাগের বাসুদেবপুর এলাকায় ওই তৃণমূল নেতার ভাড়া বাড়ির বাথরুম থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতের পরিবার সূত্রে দাবি, আরামবাগেরই তিরোল দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল রেশমা খাতুনের। রেশমা ছিলেন ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে কয়েকবছর আগেই ডিভোর্স হয়ে যায় ওই তৃণমূল নেতার।

অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী রেশমা ফায়েজউদ্দিনকে দেশের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিল। সেইমতো গত চার দিন আগে আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। সেই ভাড়া বাড়ির বাথরুম থেকেই ফায়েজের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে আরামবাগ পুলিশ।