'আমি নেতা নই.., আমাদের একটাই নেত্রী', মাথা নীচু করে আর কী বললেন কেষ্ট?

অনুব্রত মণ্ডলকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কম্ন

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেস আগেই ডাক দিয়েছিল বিজয়া সম্মিলনীর। জেলায়-জেলায়, পাড়ায়-পাড়ায় গিয়ে নিবিড় জন সংযোগের ডাক দিয়েছে তারা। বৃহস্পতিবার বীরভূমের বিভিন্ন জায়গায় তেমনই বিজয়া সম্মিলনী পালন করছে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তিনি। এমনকী নরম সুরে কর্মীদের বুঝিয়ে বললেন নিজের কথা।

অনুব্রত মণ্ডল বলেন, "জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে। উন্নয়ন চরম পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি। আমি আপনাদের মতোই একজন কর্মী। বুথ কর্মীরাই দল বাঁচিয়ে রেখেছেন। আমি নেতা নই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও হানাহানি করবেন না। মারামারি করবেন না। কাছে টেনে নিন। দল আরও বড় হবে। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য, মন্ত্রীর জন্য ঝগড়া করতে হবে না। আমরা সবাই কর্মী হয়ে যাই। নেতা হব না। আমাদের একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কর্মী হয়ে মানুষের পাশে থাকব।"