নিজস্ব সংবাদদাতা : গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "দুইশো কোটি মুসলমান গাজার মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কিন্তু আল্লাহ সেই প্রার্থনা শোনেননি। তিনি ইজরায়েলকে গাজার পুরুষ, নারী, শিশুদের হত্যা করতে দিয়েছেন, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত হতে দিয়েছেন। যদি আল্লাহ এটা না চাইতেন, তাহলে কি ইজরায়েল এতটা করতে পারত?" এরপর আরও একধাপ এগিয়ে তিনি লেখেন, "আসলে জানো? আল্লাহ বলে কিছু নেই। যদি থাকতেন, তাহলে গাজার এই ভয়ঙ্কর অবস্থা হতো না।" তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁকে সমর্থন করছেন, কেউ আবার ধর্মীয় ভাবাবেগ আঘাত করার অভিযোগ তুলেছেন।
/anm-bengali/media/media_files/2025/01/13/InKueMHHPGXRLrGVVsa1.webp)
উল্লেখ্য, তসলিমা নাসরিন বরাবরই ধর্মীয় কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে লিখে এসেছেন। তবে এই মন্তব্য নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করছে নেট দুনিয়া।