দক্ষিণ দিনাজপুরে শিক্ষারত্ন পাচ্ছে সুদীপ্ত সিংহ রায়

শিক্ষারত্ন ২০২৩ পুরস্কার পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রণারায়নপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায়।এমন খবরে খুশির হাওয়া বয়ে চলেছে গঙ্গারামপুরের শিক্ষামহলে।

author-image
Ananda Das
New Update
1667f853-fd02-4a39-b6e9-6597079d393e (1).jpeg

নিজস্ব সংবাদদাতা: গঙ্গারামপুর শহরের বাসিন্দা সুদীপ্ত সিংহ রায়।১৯৯৭ সাল থেকে শিক্ষকতা শুরু করেন।২০০৮ সালে গঙ্গারামপুর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রনারায়নপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার হাত ধরেই নতুন করে সেজে উঠেছে ইন্দনারায়নপুর কলোনি উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ৩৭৮জন। শিক্ষক শিক্ষিকা রয়েছে ২৫ জন।শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত সুদীপ্ত বাবু।এদিকে প্রায় ২৫বছর শিক্ষকতা করবার পর এবছর শিক্ষারত্ন পুরস্কার পেতে চলছে সুদীপ্ত বাবু।স্বাভাবিক ভাবেই এমন খবরে খুশির হাওয়া গঙ্গারামপুরের শিক্ষামহলে। আজ ৫ ই সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেবেন সুদীপ্ত সিংহ রায়ের হাতে।