নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১১তম 'মন কি বাত'-এর অনুষ্ঠানে তিনি বলেছেন, "আজ অবশেষে এমন দিন এসেছে যার জন্য আমরা সবাই ফেব্রুয়ারি মাস থেকে অপেক্ষা করছিলাম।
/anm-bengali/media/media_files/2fHLXhjqQWN7AbLzHhzn.jpg)
'মন কি বাত'-এর মাধ্যমে আমি আবার আপনাদের মাঝে, আমার পরিবারের সদস্যদের মাঝে আসতে পেরেছি। আমি ফেব্রুয়ারিতে বলেছিলাম যে আমি আপনাদের সাথে আবার নির্বাচনের ফলাফলের পরে দেখা করবো।
/anm-bengali/media/media_files/Aou26vhh1yAwGCq24bE7.jpg)
আজ আমি আবার 'মন কি বাত' নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বর্ষার আগমন আপনাদের মনকেও আনন্দিত করেছে।"
/anm-bengali/media/post_attachments/5c718c942e320921bec70ab611c60621ea6a5973242f23e0a65d0e14a210b996.webp)