নিজস্ব সংবাদদাতা: রথযাত্রার দিনে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়।
/anm-bengali/media/post_attachments/a9f2e9c99ed01259d3d952576b06f514e625d437b2f1726d0141d5b26e405380.jpg)
আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেবো, আগামীবছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা!
/anm-bengali/media/post_attachments/e1cba5145ad955a7b3e324b17dc8584f001fa04651270a988a5cc19993570bc0.jpg)
জয় জগন্নাথ!!!"
/anm-bengali/media/post_attachments/6362d21c1ecc66c16bcb6588528727c4ba9222462eb1cde1f29f0ca4ea377dd6.webp)