নিজস্ব সংবাদদাতা: আজ এনডিএ বৈঠকের আগে, বড় চমক বিহার রাজনীতিতে। যখন নীতিশ কুমার আর লালুপ্রসাদ যাদব বড় ফ্যাক্টর হয়ে উঠছেন বিরোধীদের বৈঠকে, তখন উল্টোদিকে লোক জনশক্তি পার্টির সমর্থন পেয়ে গেল বিজেপি শিবির। দিল্লির বৈঠকের আগেই সেই সমর্থনের কথা জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির প্রধান তথা রাম বিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। সাংবাদিক বৈঠক করে দলের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
বললেন, "এনডিএ-তে সব ঠিক আছে। অনেক দিন ধরে আলোচনা চলছিল। আমাদের কিছু উদ্বেগ ছিল এবং এটি নিয়ে আলোচনা হয়েছিল। খুব সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচকভাবে আলোচনা সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য হল ২০২৪ লোকসভা নির্বাচন এবং ২০২৫ সালের বিহার নির্বাচন। আমি নিজে হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করব”।
এর সাথেই তিনি বলেন, “বিহারের মানুষ 'মহাগঠবন্ধন' মেনে নিচ্ছে না। আর তাই হবে আমাদের প্লাস পয়েন্ট। ২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এনডিএ জিতবে এবং ২০২৫ সালে বিহারে এনডিএ সরকার গঠন করবে”।
চিরাগ পাসওয়ানের এই মন্তব্য এনডিএ বৈঠকের আগে বাড়তি উত্তেজনা তৈরি করল বলেই মনে করা হচ্ছে।