নয়া এনসিপি, চাঞ্চল্যকর বিষয় বললেন অজিত পাওয়ার

দল থেকে আলাদা হয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার। তবে তিনি দলও ছাড়েননি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (25)(1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এনসিপি দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল আগেই। শরদ পাওয়ার বনাম অজিত পাওয়ার। দল থেকে আলাদা হয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার। একই সাথে তিনি দাবি করেছিলেন, এনসিপি দল তিনি ছাড়েননি। আলাদা করে গড়ে তুলবেন এনসিপি। কিন্তু সেক্ষেত্রে বড় ফ্যাক্টর হচ্ছেন কাকা শরদ পাওয়ার। এনসিপির প্রতীষ্ঠাতা তিনি। তাই দল যে ভাগ হতে দেবেন না, তা স্পষ্ট করেছেন আগেই। ফলে নতুন এনসিপি গড়তে লাগবে নতুন প্রতীক চিহ্ন এবং নতুন নাম।

প্রতীক ও নতুন নামের ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের শুনানির বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের ডেপুটি সিএম অজিত পাওয়ার। এদিন তিনি বলেন, “প্রত্যেকেরই তাদের পক্ষ তুলে ধরার অধিকার রয়েছে। আমরা নির্বাচন কমিশনের সামনেও আমাদের পক্ষ রাখব”। আসলে দল ছাড়তে নারাজ অজিত পাওয়ার। কিন্তু বিরোধী দলে থাকতে গেলে এনসিপি ছাড়তে তাঁকে হবেই। শরদ পাওয়ার দল ত্যাগ করছেন না। ফলে সেই পথে হাঁটতে হবে অজিত পাওয়ারকেই। কোন পথ তিনি বেছে নেন, এখন সেটাই দেখার।