রাতভর বৃষ্টি, কোথায় কত?

বৃষ্টি আজ চলবে সারাদিন, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে শুরু হয়েছে জোয়ার। আপাতত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এরই মধ্যে শহরের একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে কোথাও বৃষ্টির পরিমাণ ৩৫ মিমি তো কোথাও ১০০ ছাড়িয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (39) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গভীর রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বৃষ্টি চলছে এখনও। এরই মধ্যে শহরের একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ সামনে এসেছে। এখনও জলজমার কোনও খবর পুরসভার পক্ষ থেকে সামনে না এলেও, কোথায় কত বৃষ্টি হয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কত তা সামনে এসেছে। সেই তালিকা রইল নীচে –

রাত ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, তা হল –

ধাপা – ৩৬ মিমি

তপসিয়া – ৩৭ মিমি

উল্টোডাঙ্গা – ২৫ মিমি

কামদহরি – ১১১ মিমি

বালিগঞ্জ – ৫৯ মিমি

মমিনপুর – ২৪ মিমি

পামার ব্রিজ – ২০ মিমি

ঠনঠনিয়া – ২৩ মিমি

মানিকতলা - ২৪ মিমি

দত্তবাগান - ১৮.৫ মিমি

বীরপাড়া – ১৯ মিমি

যা জানা যাচ্ছে, আজ সকাল ৯.৩৫ মিনিট নাগাদ জোয়ার শুরু হবে। সেই সময় গঙ্গায় জলস্তর হবে ৪.৪৮ মিটার (১৪.৭ ফিট)। আর সেই জন্যেই গঙ্গার ধারের লকগেট গুলো সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ করা হয়েছে। বন্ধ থাকবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।