দুই দেশের সম্পর্কে বৈরিতা! অখণ্ড বাংলা এখন সিনেপর্দায়?

দেরিতে হলেও এপার বাংলার নিজের অভিনয় গুণের দাগ কেটেছেন অভিনেতা মোশারফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবিতে তিনি প্রথম কাজ করেন। 'হুব্বা'তেও একটি চরিত্রে তিনি অভিনয় করেন। 

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
djkawshdvbam

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কে (India-Bangladesh Relationship)  তৈরি হয়েছে বৈরিতা। কিন্তু দুই বাংলার মানুষ কথা বলে বাংলা ভাষায়। কাজী নজরুল ইসলাম লিখছেন, 'মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান'। তবু কেন এই হানাহানি? 

সম্প্রতি বাংলাদেশে বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। গত বেশ কয়েক মাস ধরে ফিকে হয়ে আসছে দুই দেশের মধ্যে সম্পর্ক। কমে গিয়েছে মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত। এবারের কলকাতা বইমেলা ও চলচ্চিত্র উৎসব থেকেও বাদ পড়েছিল ওপার বাংলা। অথচ, এপার বাংলার চলচ্চিত্র বহুবার সমৃদ্ধ হয়েছে পদ্মাপাড়ের শিল্পীদের সান্নিধ্যে। জয়া আহসান, চঞ্চল চৌধুরী থেকে মোশারফ করিমরা যেমন এবার বাংলার সিনেমাকে সমৃদ্ধ করেছে। তেমনই হালেফিলে মিমি চক্রবর্তী ইধিকা ঋতুপর্ণা সেনগুপ্তরা ওপার বাংলায়ও নিজের পসার জমিয়েছেন। 

অপরদিকে, সত্যজিৎ রায়ের অশনি সংকেতের ববিতা সে সময় মুগ্ধ করেছিল এপার বাংলার দর্শকদেরও। আবর্ত দিয়ে পার বাংলায় বসার জমিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এখন তিনি কাজ করছেন কলকাতায়। 

চঞ্চল চৌধুরীর কথাও বাদ দেওয়া যায় কীভাবে?  মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর উপরই ভরসা করেছিলেন শ্রীজিত। দেরিতে হলেও এপার বাংলার নিজের অভিনয় গুণের দাগ কেটেছেন অভিনেতা মোশারফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবিতে তিনি প্রথম কাজ করেন। 'হুব্বা'তেও একটি চরিত্রে তিনি অভিনয় করেন। 

 ভাষা এক। কিন্তু দুই দেশের মানুষ এখন একে অপরকে বুঝতে পারছে না। হয়ত সিনে শিল্পই পারবে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ঘুচিয়ে দিতে।

international mother language day.jpg