নবান্ন অভিযানে চান সৌরভ গঙ্গোপাধ্যায়কে! আমন্ত্রণ জানাতে গিয়ে আটক তিন চাকরিহারা
মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টির পরিকল্পনা কেন আগে গোয়েন্দারা জানতে পারল না! কাকে কাঠগোড়ায় তুললেন নেতা
ঘাটালে পশ্চিমবঙ্গ দিবস পালন
আর জি কর, মুর্শিদাবাদ হিংসা বিজেপির চক্রান্ত ! এ কি বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওমর আবদুল্লাহ
কথা রাখলেন মুখ্যমন্ত্রী ! এবার বিপুল পরিমান টাকা আসবে শ্রমিকদের হাতে, দেখুন বড় খবর
রাহুল-সোনিয়ার বিরুদ্ধে ইডির চার্জশিট ! মোদির চক্রান্ত বললেন অধীর
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ! ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক রবার্ট বঢরা
এই মুহূর্তের বড় খবর! রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

"উৎসবের চালচিত্রে" এবছর বাদামতলা আষাঢ় সংঘ, কেমন চলছে প্রস্তুতি পর্ব?

এবছর 'উৎসবের চালচিত্র' নিয়ে বাদামতলা আষাঢ় সংঘ'র নতুন ভাবনা। প্রস্তুতি প্রায় শেষের পথে।

author-image
Debapriya Sarkar
New Update
Badam tala

নিজস্ব প্রতিবেদন : পুজোর আর বাকি হাতেগোনা মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় পুজো ক্লাবগুলির মণ্ডপসজ্জা প্রায় শেষের পথে। তাই ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল কলকাতার অন্যতম সেরা ক্লাব 'বাদামতলা আষাঢ় সংঘ'র পুজোর প্রস্তুতিতে। সম্প্রতি ক্লাবের এক সদস্য সন্দীপ চক্রবর্তী পুজোর প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত জানিয়েছে আমাদের। 

Badam tala

সন্দীপ চক্রবর্তী জানান, এবছর বাদামতলা আষাঢ় সংঘের পুজো ৮৬ তম পূজা বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজোর থিম সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, মানুষের জীবন জীবিকার উপর নির্ভর করে এ বছর পুজোর থিম করা হয়েছে 'উৎসবের চালচিত্র'। বাদামতলা আষাঢ় সংঘের এই বছর পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা।

Badam tala

বাদামতলা আষাঢ় সংঘের এ বছর যার পরিকল্পনা সেজে উঠবে আর্টিস্ট হলেন প্রদীপ্ত কর্মকার, প্রতিমা শিল্পী পিন্টু সিকদার, আলোক সজ্জায় দীপঙ্কর দে এবং আবহাওয়া সংগীতে রয়েছে দীপময় দাস। বাদামতলা আষাঢ় সংঘের উদ্বোধন সম্বন্ধে জানতে চাইলে সন্দীপ চক্রবর্তী বলেন, 'প্রতিবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুজোর উদ্বোধন করেন। এ বছরও তিনিই করবেন। মুখ্যমন্ত্রী যেদিন তারিখ ঠিক করবে সেদিনই উদ্বোধন হবে'।

Badamtala

নারী সুরক্ষা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সন্দীপ চক্রবর্তী বলেন, নারী সুরক্ষার বিষয়ে প্রত্যেক বছরই খেয়াল রাখা হয়। এ বছর আলাদা করে করার কিছু নেই। আমাদের মহিলা ভলেন্টিয়ার ও মহিলা সিকিউরিটি থাকে। তারাই সবকিছু খেয়াল রাখবেন।