পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক কুইন্স ম্যানসনে
ফের রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র! হাড়োয়া থেকে গ্রেফতার চার
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ! ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী
মালদায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেই পুলিশ হয়রানি করছে! উঠল বড় অভিযোগ
ইয়েমেনের রক্তাক্ত সকাল, মার্কিন হামলায় মৃত বহু শ্রমিক
মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ

পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগর পুজো সেরা: পুজোর থিমে শিল্প ও সৃজনশীলতার প্রতিফলন

পশ্চিম মেদিনীপুরে এবারের দুর্গাপুজোয় সেরা পুজোর খেতাব পেল রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব। মন্ডপ সজ্জা ও প্রতিমার সৃজনশীলতায় নজর কাড়ছে জেলার বিভিন্ন পুজো কমিটি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরে এবারের দুর্গাপুজো ভিন্ন এক উৎসবের রূপ নিয়েছে। জেলা জুড়ে বিভিন্ন পুজো কমিটি তাদের মন্ডপ ও প্রতিমা সজ্জায় অনন্য সৃজনশীলতা প্রদর্শন করেছে। এই বছর বিশেষভাবে সেরা পুজোর খেতাব পেয়েছে রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব, যা জেলার সেরা হিসেবে মনোনীত হয়েছে।

publive-image

এই পুজোর বিশেষত্ব হল, যারা মন্ডপ তৈরি করেন এবং প্রতিমার মূর্তি গড়েন, তারাই এবারের পুজো উৎসর্গ করেছেন। জেলা সদর শহর মেদিনীপুর থেকে শুরু করে ঘাটাল ও সবংয়ের বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে মন্ডপ সজ্জা ও প্রতিমার সৌন্দর্য অবাক করে দিচ্ছে। কিছু পুজো মন্ডপ টিন ও কাপড়ের ব্যবহার করে তৈরি হয়েছে, আবার অন্যদিকে তুলোর মাধ্যমে সজ্জিত হয়েছে। একদিকে, রাঙামাটি পুজো মন্ডপ সাজিয়েছে প্লাস্টিকের ঝুড়ি ও টুনি বাল্বের সাহায্যে, অন্যদিকে ঘাটালের কৃষ্ণ মন্দিরের মন্ডপ বিশেষভাবে নজর কেড়েছে। জেলার বিভিন্ন স্থানে মন্ডপ সজ্জায় দেখা যাচ্ছে অভিনবত্বের ছোঁয়া।

publive-image

publive-image

এছাড়া, জেলা জুড়ে উমাকে বরণ করতে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। আবহাওয়া যতই অনুকূল থাকুক, উৎসব প্রেমী বাঙালির উদ্দীপনা কিন্তু থেমে নেই। কখনো বৃষ্টি, কখনো হালকা রোদ; এই সবকিছুকে উপেক্ষা করে তারা দেবী দর্শনের জন্য প্রহর গুনছেন। পশ্চিম মেদিনীপুরের প্রতিটি কোণে দুর্গা দশভূজার এই উৎসব রঙিন আলোর রোশনাইয় মেতে উঠেছে। শহর ও গ্রাম উভয়েই ভরে উঠেছে মানুষের উৎসাহ, আনন্দ এবং ধর্মীয় আবেগে। পুজোর এই পরিবেশ সকলের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগিয়ে তুলেছে, এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়েছে।

publive-image

এই বছর, পশ্চিম মেদিনীপুরের পুজো কমিটিগুলি শুধু পুজোর আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা সম্পূর্ণ সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। তাদের এই সৃজনশীলতা ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা আগামী দিনগুলিতে বাঙালির দুর্গাপুজোর আনন্দকে আরও রাঙিয়ে তুলবে।