নিজস্ব সংবাদদাতা: বড়দিন উপলক্ষ্যে নতুন সাজে সাজতে চলেছে শহর শিলিগুড়ি। প্রতিবছর বড়দিন উপলক্ষ্যে আলোয় মুড়ে যায় পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট শহর শিলিগুড়ি। শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলির পাশাপাশি প্রথম মহানন্দা সেতু সংলগ্ন আইল্যান্ড সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সপ্তাহ থেকেই শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে যাবে। থাকবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত।
সম্প্রতি বড়দিনের আয়োজন নিয়ে পুরনিগমের পদাধিকারীরা বৈঠকে বসেছিলেন। ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে বড়দিনের উদযাপন। সেদিন বিকেল পাঁচটা থেকে এয়ারভিউ মোড়ে শুরু হবে বড়দিনের অনুষ্ঠান। একাধিক মিশনারি স্কুল, যাদের ব্যান্ড রয়েছে, আমন্ত্রণ জানানো হবে তাদের। চলবে ক্যারল, শিশুদের মধ্যে বিতরণ করা হবে কেক।
বড়দিন কে সামনে রেখে ডেকোরেশন চলবে। যা নতুন বছরের ১ তারিখ পর্যন্ত রাখা হবে বলে জানা যাচ্ছে। থিম রাখা হচ্ছে বড়দিন কে কেন্দ্র করেই। তাই বড়দিনের আধুনিক ক্রিসমাস বল, স্টার, সান্তাক্লজ, ঘোড়ার গাড়ি, গিফটের বক্সের আদলে সাজানো হবে চারিদিক। প্রবল ঠান্ডার মধ্যেই শিলিগুড়ি বাসী মেতে উঠবে বড়দিনের উত্তেজনায়।