বিরাট বিদায় নিতেই ছন্দপতন রোহিতের, আউট হয়ে গেলেন ওপেনার ব্যাটসম্যান

রাচিন রবীন্দ্রার বলে আউট হয়ে যান রোহিত শর্মা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GlmkGDDa0AAI-j-

File Picture

নিজস্ব সংবাদদাতা: মন তো ভেঙে গিয়েই ছিল। তবুও ক্ষীণ আশাটুকু ছিল রোহিতকে ঘিরে। এবার সেটাও শেষ হয়ে গেল। ২৬.১ ওভারে ক্রিজ ছাড়লেন রোহিত শর্মা। ৮৩ বলে ৭৬ রান করে আউট হলেন তিনি। রাচিন রবীন্দ্রার বলে স্ট্যাম্প আউট হন রোহিত শর্মা।

GlmlFpuawAA3tLo