মুর্শিদাবাদের হিংসায় জড়িয়ে রয়েছেন বাংলাদেশের দুষ্কৃতীরা ! ভয়ঙ্কর তথ্য মিলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে
৭০% নয় ৩০% কে সুরক্ষিত রাখতে চায় তৃণমূল ! এবার রাজ্য সরকারকে দুষলেন মুখতার আব্বাস নকভি
কেশপুরে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন
মুর্শিদাবাদ কাণ্ডে ১০৯৩ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল পুলিশ
দুর্গাপুরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
দুর্গাপুর: মোবাইল চুরি, গ্রেফতার ১
‘এনডিএ বিহারে সরকার গঠন করছে না’, তেজস্বী-রাহুলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া ৪ জনকে হাতেনাতে ধরলো পুলিশ, বঙ্গ পুলিশের চরম সাফল্য

'মমতা ও ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই'- ওপারে হিন্দুদের উপর অত্যাচার, এপারে মমতাকে তাক

শুভেন্দু অধিকারী হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। তিনি মমতা সরকারের সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর আক্রমণ বাড়ছে।

author-image
Debapriya Sarkar
New Update
suvenduio.jpg

নিজস্ব সংবাদদাতা : বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "ওপারে যা ইউনূস, এপারে তাহাই মমতা।" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে, যেমনটি বাংলাদেশে ঘটছে। তিনি ফালাকাটা, গার্ডেনরিচ, শ্যামপুর, বেলডাঙার মতো সাম্প্রতিক ঘটনাগুলির উল্লেখ করে জানান, “বিরোধীরা বেলডাঙায় যেতে পর্যন্ত পারেনি।”

suvendu sad face

শুভেন্দু আরও বলেন, "মমতা ও ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই। এই লড়াই শুধুমাত্র বেঁচে থাকার লড়াই," এবং তিনি ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সংগ্রামের উদাহরণ টেনে বলেন, "পাকিস্তানকে সরাতে দেড় বছর লেগেছিল। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে।"

এছাড়া, তিনি প্রশ্ন করেন, "ভারতীয় সেনা বাংলাদেশের জন্য কী করেছে, তা মনে নেই?" তিনি অভিযোগ করেন, "বিএনপি নেতা তাঁর স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন এবং ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন।"

bangladesh-ezgif.com-resize

শুভেন্দু বলেন, "এখনও বাঙালি হিন্দুদের মধ্যে ঐক্য আসেনি। একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, কিন্তু আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম।" তিনি দাবি করেন, "নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম।"

suvendu adhikari

শুভেন্দু অধিকারী রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড কেন হবে না, এমন প্রশ্নও তোলেন। তিনি আরও বলেন, "কেন লাভ জেহাদ ও ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না?" পিসিশেষে, শুভেন্দু জানান, তিনি ৬ ডিসেম্বর শৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই লড়াই চলবে।"