নিজস্ব সংবাদদাতা: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনে জানিয়েছে , যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তির নিরাপত্তাহীনতা আরও বাড়বে। উল্লেখ্য , ক্ষেপণাস্ত্র ও বোমা নিয়ে উদ্বেগের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে যে কোনও সংঘাতের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছে। উত্তর কোরিয়ার আক্রমণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার পাশে থেকেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। তবে, উত্তর কোরিয়ার নেতার এই বক্তব্যের জেরে বেশ চিন্তায় পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে।