নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এগরা। এদিন এগরায় (Egra) এক বাজি কারখানায় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। এগরার খাদিকুল গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, বেআইনি বাজি কারখানা চলছিল। এমনকি ছিল না কোনও নজরদারি। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে এগরা থানার পুলিশ। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এহেন বিস্ফোরণে অন্ততপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪ জন। কীভাবে বিস্ফোরণটা হল তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।