লাদাখ নিয়ে বড় সিদ্ধান্ত ভারত এবং চীনের

মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা সীমান্ত এলাকায় শান্তি রক্ষার পাশাপাশি পূর্ব লাদাখে দীর্ঘস্থায়ী অচলাবস্থা সম্পর্কিত 'প্রাসঙ্গিক ইস্যু' নিষ্পত্তির 'ত্বরান্বিত' করতে সম্মত হয়েছেন।

author-image
New Update
india china

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা সীমান্ত এলাকায় শান্তি রক্ষার পাশাপাশি পূর্ব লাদাখে দীর্ঘস্থায়ী অচলাবস্থা সম্পর্কিত 'প্রাসঙ্গিক ইস্যু' নিষ্পত্তির 'ত্বরান্বিত' করতে সম্মত হয়েছেন।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৭-২৮শে  এপ্রিল চীনের চুশুল-মোলদো সীমান্তের  মিটিং পয়েন্টে চীন-ভারত কর্পস কমান্ডার পর্যায়ের ১৮তম বৈঠক অনুষ্ঠিত হবে । এই বৈঠকে  চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর যোগদান দেবেন বলে জানা গেছে।