হনুমান জয়ন্তী : পোস্তায় জনসংযোগ রাজ্যপালের

এদিন প্রথমে লেকটাউনের হনুমান মন্দিরে যান তিনি। সেখান থেকে একবালপুর হয়ে পৌঁছলেন পোস্তায়।

author-image
Pallabi Sanyal
New Update
Governor in posta

পোস্তায় জনসংযোগ রাজ্যপালের


নিজস্ব সংবাদদাতা :  হনুমান জয়ন্তীতে রাজপথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন প্রথমে লেকটাউনের হনুমান মন্দিরে যান তিনি। সেখান থেকে একবালপুর হয়ে পৌঁছলেন পোস্তায়। রাস্তার ধারে থাকা ছোট ছোট দোকান ব্যবসায়ীদের সাথে এদিন জনসংযোগ করেন তিনি। খান ঠান্ডা পানীয়ও। এক কথায় বলতে গেলে, অন্য মেজাজে দেখা গেল রাজ্যপালকে।