নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জেএমএম নেতা চম্পাই সোরেন বলেন, "অনেক আলোচনার পর আমি বিজেপিতে যোগ দিতে চলেছি। সেখান থেকে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করব।
/anm-bengali/media/media_files/Rv6cIfbuzNBodYLWC8uU.jpg)
তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, এ ব্যাপারে আমি আওয়াজ তুলব। আগামিকাল বিজেপিতে যোগ দেব। তার পর আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, সব আমি কাঁধে তুলে নেব।”