নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনার (RG Kar Incident) পর এই প্রথম সোমবার চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন বেসরকারি হাসপাতালের পরিচালকরাও।
আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন, সেদিকে নজত স্বাস্থ্যমহলের। বৈঠকের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, স্বাস্থ্য ক্ষেত্রের নানা অব্যবস্থা নিয়ে চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। সরকার বিরোধী চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থায় পচন ধরে গিয়েছে। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর তা সামনে চলে এসেছে। যদিও মুখ্যমন্ত্রী তা মানতে রাজি নন।
সম্প্রতি নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের নতুন ক্যাম্পাসের শিল্যান্যাস অনুষ্ঠানে তাঁর দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বিপ্লব এনেছি। সোমবারের এই বৈঠকের আয়োজন করেছে স্বাস্থ্য দফতরের গ্রিভান্স এন্ড রিড্রেসাল কমিটি। ওই বৈঠকের আগে কমিটি জেলায় জেলায় ঘুরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেছে। তাতে অনেক খামতির কথা উঠে এসেছে। কালকের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয় কি না, সেটা দেখার। তবে চিকিৎসকদের কোনও সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়নি।