নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কী নামক সেতু ভেঙে পড়লো। মালবাহী জাহাজের ধাক্কায় প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়লো এই সেতু। এই ঘটনার পর থেকে সাতজন নিখোঁজ। তাদের তল্লাশি চালাতে নদীতে নেমেছে উদ্ধারকারী দল।
প্রসঙ্গত, প্যাটাপস্কো নদীর উপর দিয়ে ১৯৭৭ সালে চালু হয়েছিল এই সেতু। এই সেতুটি বাল্টিমোর বন্দরের সঙ্গে পূর্ব উপকূলে জাহাজ চলাচলের একটি মূল কেন্দ্র।
বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্ট রাইট সূত্রে খবর, তাদের লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধার করা।
তিনি আরও জানান, এই ঘটনায় অন্তত সাতজন জলে পড়ে গেছেন। তবে সঠিক কতজন আক্রান্ত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা এখনও পর্যন্ত চলছে। আই-৬৯৫ কী এই ঘটনার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণও করা হচ্ছে।