ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার তদন্তের জন্য টিম পাঠিয়েছে কেন্দ্র

ভোটের পরে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
y

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, " পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন হিংসা কমিউনিস্ট সরকারের শাসনের মতোই চলছে ৷ নির্বাচনের সময় আমি রাজ্যে বেশ কয়েকটি সফর করেছি এবং দেখেছি যে ত্রিপুরার সাধারণ মানুষকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে। আমরা অনেক জায়গা থেকে হিংসতার তথ্য পেয়েছি। আমাদের দল ৪ সদস্যের একটি দল গঠন করেছে এবং হিংসার ঘটনা খতিয়ে দেখতে একটি টিম পাঠিয়েছে। রিপোর্ট দায়ের করা হলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে সিদ্ধান্তই নেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। " 

Tripura | Manik Saha to take oath as Tripura Chief Minister on March 8 -  Telegraph India

Narendra Modi to take oath as PM for 3rd time on June 9 at 6 PM: Pralhad  Joshi | Mint

Add 1