নিজস্ব সংবাদদাতা: ভোট কমলো বাম-কংগ্রেস জোটের। যা ২০১৯ এর লোকসভা নির্বাচনের চেয়েও খারাপ। ২০২৪ লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিপ্লব ভট্ট ৫৭৭৮৫ টি ভোট পেয়েছেন। ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট না করে ৬২৩১৯ টি ভোট পেয়েছিলেন। তাহলে কি জোট করায় বামেদের ভোট কমলো ? বামেদের নিচু তলার একটা অংশ বিজেপিতে গেলেও আর ফিরে আসেনি।
গত লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ফল খারাপে নেতৃত্বদের ধারণা ছিল তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে তারা চলে গিয়েছিল বিজেপিতে। তবে এই লোকসভা নির্বাচনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন সেই সব কর্মীদের অনেকে আবার ফিরে আসছেন। কিন্তু ভোটের ফলাফল বলছে অন্য কথা। তবে রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেসের সঙ্গে জোটের ফলেই বামেদের ভোট কমেছে। বামফ্রন্টের নিচুতলার কর্মীরা মনে করছে তৃণমূলকে হারাতে হলে তার বিকল্প বিজেপি। আবার সিপিআই প্রার্থী হওয়ায় অন্যান্য শরিকরা সেভাবে প্রচারে নামেনি বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
যদিও এই নির্বাচন প্রচারের বিষয় নয় বলেই জানিয়েছেন সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। তিনি বলেন, " মানুষ মনে করেছেন এই মুহূর্তে বিজেপিকে সরাতে হবে। তাই তৃণমূলকে ভোট দিয়েছে। গতবারে বিজেপির হাওয়া ছিল, তাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল মানুষ। গত পাঁচ বছর কৃষকদের উপর অত্যাচার, সরকারি সম্পদ বিক্রি, মূল্যবৃদ্ধি দেখে মানুষ বিরক্ত হয়ে গিয়েছেন। তাই মানুষ মনে করেছেন এই মুহূর্তে বিজেপিকে হটাতে হলে তার বিকল্প তৃণমূলকে বেছে নিয়েছেন রাজ্যে। "
একদিকে যখন বাম-কংগ্রেস জোট প্রার্থী প্রায় সাড়ে চার হাজার ভোট গতবারের থেকে কম পেয়েছেন তখন অন্যদিকে আরেক বামদল এসইউসিআই একক শক্তিতে লড়ে গত লোকসভা নির্বাচনের চেয়ে ভোট বাড়িয়ে ফেলেছে।