নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়িঃ অক্ষয় তৃতীয়ার দিনে কৃষকদের চাষের শুরু। এদিন জমিতে ধান মোট করা হয়। হিন্দু কৃষকদের মধ্যে এই প্রাচীন প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এদিন জমির ঈশান কোনে ধান জড়িয়ে, জল, ফুল দিয়ে পুজো করা হয়। একে ধান মোট করা বলে। কৃষকদের বক্তব্য, চাষিরা এই প্রথা মেনে আসছে প্রাচীন কাল থেকে। কৃষক সমাজের এটি একটি রীতি। এই সময় থেকে চাষ তথা বছরের শুরু বলে ধরা হয়। এদিন কেশিয়াড়ির বিভিন্ন প্রান্তের চাষিরা ধান মোট করেছেন।