নিজস্ব সংবাদদাতা : আজ বিজেপির উত্তর গোয়ায় জেলা সক্রিয় সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। তিনি বলেন, "এই সম্মেলনের মূল উদ্দেশ্য রাজ্য ও কেন্দ্র সরকারের সাফল্যগুলি জনগণের সামনে তুলে ধরা।"
/anm-bengali/media/media_files/2025/01/01/qG8x3VkcBhJCkWEky7nT.JPG)
এরপর তিনি বলেন, "ডবল ইঞ্জিন সরকারের শাসনে গোয়ায় আমূল পরিবর্তন হয়েছে। পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে আমরা উল্লেখযোগ্য কাজ করেছি। প্রধানমন্ত্রী মোদির সময়কালে গোয়ার পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০,০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে।"