ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ মিছিল

পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে মিছিলটি শেষ হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-09 at 21.54.59

File Picture

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: সম্প্রতি সংসদের উভয় কক্ষে সংশোধিত ওয়াকফ বিল পাস হয়েছে। বিলে সই করেছেন রাষ্ট্রপতি। ফলে সেটি এখন পরিণত হয়েছে আইনে।‌ বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রথম থেকেই এই বিলের বিরোধিতাই সরব হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ও বিভিন্ন সংগঠন। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুরু হয়েছে প্রতিবাদ। 

বুধবার পাণ্ডবেশ্বরে একই দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা করল জমিয়ত উলেমা। বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল ফুটবল মাঠ থেকে এদিন সকালে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় প্রায় হাজার তিনেক সংখ্যালঘু মানুষ। সংগঠনের ব্যানারের পাশাপাশি এদিন মিছিলে অনেকের হাতে জাতীয় পতাকাও দেখা যায়। পাণ্ডবেশ্বর থানা পেরিয়ে পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে মিছিলটি শেষ হয়। সেখানে হয় প্রতিবাদ সভা। 

WhatsApp Image 2025-04-09 at 13.03.02 (1)

সভা শেষে দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর কুশ পুতুল। শেখ মনির মন্ডল, মহম্মদ নওশাদ আলমরা বলেন, “এই আইন বাতিলের দাবিতেই এই দিনের প্রতিবাদ মিছিল ও এই প্রতিবাদ সভা।