নিজস্ব সংবাদদাতা : বিশ্ব বক্সিং কাপে সোনা জিতে যথেষ্ট উচ্ছ্বসিত হরিয়ানার হিতেশ গুলিয়া। তিনি বলেন, "ফিট থাকার জন্যই প্রথমে বক্সিং শুরু করি, পরে এই খেলাটার প্রতি ভালোবাসা তৈরি হয়। এই জয়ের কৃতিত্ব আমার পুরো পরিবারের, যারা সবসময় আমার পাশে থেকেছে।"
/anm-bengali/media/media_files/2025/04/09/MOMSYqOz9Jatnep4NHwp.jpeg)
নিজের পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, "এখন আমার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও ২০২৮ অলিম্পিক।''