নিজস্ব সংবাদদাতা : একদিনের আসাম সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর-পূর্বে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)-র চিহ্ন না রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশংসা করেছেন। গুয়াহাটিতে ১৯৭১ সালের ওয়ার ভেটেরান্সদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন যে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে গত তিন থেকে চার বছর ধরে আফস্পা অপসারণের কাজ চলছে। তার কথায়, 'এটি কোন ছোট বিষয় নয় যে গত ৩-৪ বছর ধরে, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আফস্পা অপসারণের কাজ করা হচ্ছে। সম্প্রতি আসামের ২৩টি জেলা থেকে আফস্পা সম্পূর্ণরূপে সরানো হয়েছে। মণিপুর এবং নাগাল্যান্ডের ১৫টি থানা থেকে আফস্পা সরানো হয়েছে। এর অর্থ অনেক। এটি এই এলাকায় টেকসই শান্তি এবং স্থিতিশীলতার ফলাফল।'