নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রাবাসে ছাত্র মৃত্যু ঘিরে এখনও উত্তাল বিশ্বভারতী। মৃতদেহ নিয়ে শুক্রবার রাতেই পূর্বপল্লিতে উপাচার্যের বাস ভবনের গেটের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্র-ছাত্রীরা। মৃতদেহ রাখা হয় বাসভবনের ক্যাম্পাসে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা জানিয়ে দেন, উপাচার্যকে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে হবে, নইলে আন্দোলন জারি থাকবে। কিন্তু শনিবার সকাল পর্যন্ত তাঁদের দাবি পূরণ না হওয়ায় টিএমসিপি ও এসএফআই সমর্থিত ছাত্ররা বিক্ষোভ দেখিয়ে চলেছেন। এদিকে পরিস্থিতি সামলাতে টুইট করে পদক্ষেপ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন। ছাত্র মৃত্যু নিয়ে সেখানে আলোচনা হয়। ১৪ জনের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটির শনিবার সকাল ১১টা নাগাদ মৃত ছাত্রের বাবা, মা এবং দাদুর সঙ্গে বৈঠকে বসার কথা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতেই আসরে নামেন রাজ্যপাল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বিশ্বভারতীর উপাচার্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে টুইট করেন তিনি। মুখ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। এরপর নিজেই টুইট করে ফের জানান, বীরভূমের জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
ছাত্র মৃত্যু ঘিরে এখনও উত্তাল বিশ্বভারতী
New Update