নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার পোস্তা এলাকায় মানসিক ভাবে অসুস্থ এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম রঘুনাথ মণ্ডল। বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পোস্তায় নিজের বাড়িতেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার ভাই দিন দু’য়েক আগে এ বিষয়ে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এবং নির্যাতিতা একই আবাসনে (বিল্ডিং) থাকতেন বলে জানিয়েছে পুলিশ।