নিজস্ব সংবাদদাতাঃ নববর্ষের পাশাপাশি আজ বিশ্ব শিল্পকলা দিবস। বাংলার শিল্পধারাকে বজায় রাখতে পয়লা বৈশাখের দিন পথে নামলেন একঝাঁক শিল্পী। গোলপার্ক থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত ঢাক-ঢোল, মাদল-ধামসা, রণ-পা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন শিল্পীরা। নবীন ও প্রবীণ শিল্পীরা হাঁটলেন আঁকা ছবি, মুখোশ-সহ নানান শিল্পসামগ্রী নিয়ে। আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গল, কনটেমপোরারি গ্রুপ অফ আর্টিস্ট-সহ একাধিক শিল্পী সংগঠন এদিনের শোভাযাত্রায় অংশ নেয়।