নিজস্ব সংবাদদাতাঃ সামনেই সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। তার আগে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় বোর্ড-এর তরফ থেকে। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মেনে চলতে হবে দেখে নিন। বলা হয়েছে, স্বচ্ছ বোতলে পরীক্ষার্থীদের স্যানিটাইজার নিয়ে আসতে হবে। মাস্ক পরতে হবে। যাতে নাক এবং মুখ পুরোপুরি ঢাকা থাকে। পড়ুয়াদের সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। পরীক্ষাকেন্দ্রে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের।
এছাড়া অ্যাডমিট কার্ডে যে নির্দেশিকা আছে, তা পালন করতে হবে।