রেশমের কারখানায় দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বারবার এই রেশমি কারখানার বিরুদ্ধে কোন সেফটি ছাড়াই কারখানায় কাজ চলছিল বলে অভিযোগ জানায় শ্রমিকেরা।

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রেশমের কারখানায় দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে কারখানার শ্রমিক সহ এলাকাবাসীদের বিক্ষোভ। শনিবার রেশমির ২ ঠিকা শ্রমিক কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যায়। জানা যায়, নির্মীয়মান বহুতলের খনন কাজের সময় মাটিতে চাপা পড়ে মৃত্যু হয়ে দুই কর্মরত শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় এবং শ্রমিকরা মিলে তুমুল বিক্ষোভ দেখায়। বারবার এই রেশমি কারখানার বিরুদ্ধে কোন সেফটি ছাড়াই কারখানায় কাজ চলছিল বলে অভিযোগ জানায় শ্রমিকেরা। মৃত দুই শ্রমিকের নাম রাহুল মিদ্যা, তাপস জানা বলে জানা গেছে একজনের বাড়ি পূর্ব মেদিনীপুর আরেকজনের বাড়ি গোদা পিয়াসাল। শ্রমিকদের দাবি মৃত দুই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালাবো। শেষ খবর লেখা পর্যন্ত রেশমি কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে যদিও দেহ পড়ে রয়েছে এখনো রেশমি কারখানার মধ্যে।

 

dead