JEE Mains-এ বাংলার সেরা অর্চিষ্মান, গোটা দেশে ত্রয়োদশ – কোচিং ছাড়াই সাফল্যের নজির
খড়্গপুরের অর্চিষ্মান মাইতি জেইই মেনস ২০২৫-এ সারাদেশে ১৩তম এবং বাংলায় ১ম স্থান অর্জন করেছে। ডিএভি মডেল স্কুলের এই ছাত্র পরিবারের সহায়তায় এবং কোনও কোচিং ছাড়াই এই সাফল্য পেয়েছে।
নিজস্ব সংবাদদাতা : জেইই মেনসে সারাদেশে ত্রয়োদশ এবং রাজ্যে প্রথম স্থান দখল করল খড়গপুরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান মাইতি। খড়গপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র অর্চিষ্মান তার এই সাফল্যে খুশি কিন্তু আনন্দে ভেসে যেতে রাজি নন।
অর্চিষ্মান বলেন, পরীক্ষায় ভালো ফল হবে এটা বুঝেছিলাম। ভবিষ্যতে সে খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। নিজের সাফল্যের জন্য বাবা, মা এবং দাদুর অবদান রয়েছে । বাবা বিভিন্ন মডেল প্রশ্নপত্র নিয়ে এসে দিতেন অর্চিষ্মানকে। সেইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিতে পারছে কিনা সেদিকে লক্ষ্য রাখতেন। মা অনিন্দিতা মাইতি নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে রয়েছেন। তিনি ছেলের রসায়নের পড়াশোনা কেমন হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতেন। দাদু বঙ্কিম মাইতি রসায়ন এবং ফিজিক্স, এই দুটি বিষয়ে লক্ষ্য রাখতেন। অর্চিষ্মান জানালো, আলাদা করে কোন গৃহশিক্ষক তার ছিল না।