বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

'দঃ দিনাজপুরে কোনও গুন্ডামি, মস্তানি চলবে না', বললেন সুকান্ত।

author-image
Jaita Chowdhury
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ-কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে এসডিও অফিসে ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারদের। লাঠি পিটিয়ে আটকাল পুলিশ। বালুরঘাটে এসডিও অফিসের সামনেই অবস্থানে বিজেপি। 'দঃ দিনাজপুরে কোনও গুন্ডামি, মস্তানি চলবে না', বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'সীমান্ত যারা রক্ষা করছে, তাদেরই আক্রমণ করছে সরকার'।

BJP