ভূমিকম্পের ধাক্কায় নড়ে গেল রাজধানী নেইপিদো, পুনর্গঠনের পথে মায়ানমার

গত মাসের ভূমিকম্পে নেইপিদোর ৭০% সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজধানী পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের সামরিক সরকার।

author-image
Debapriya Sarkar
New Update
Earthquake

নিজস্ব সংবাদদাতা : মায়ানমারের রাজধানী নেইপিদো-র চেহারা বদলাতে চলেছে। সম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে শহরের প্রায় ৭০% সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই রাজধানী পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। সরকারি বৈঠকে তিনি বলেন, নেইপিদোতে বহু ভবন ভেঙে পড়েছে কারণ সেগুলি নরম মাটির ওপর তৈরি ছিল। এবার থেকে নতুন ভবন নির্মাণের আগে মাটির গঠন পরীক্ষা করে তবেই কাজ শুরু হবে। ভবনগুলোকে করতে হবে ভূমিকম্প-সহনশীলও।

earthquake

উল্লেখ্য, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। সেই কম্পন থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম চীনেও অনুভূত হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এ ঘটনায় ৩,৫০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫,০০০ জন। ভবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটও। এখনও বহু ভবন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রয়েছে। এর মধ্যেই পর্যটন মন্ত্রণালয় ও বিদেশ মন্ত্রণালয়ের দপ্তর সরিয়ে নেওয়া হয়েছে ইয়াংগনে। অন্য মন্ত্রণালয়গুলিও অস্থায়ীভাবে কাজ চালাতে শুরু করেছে স্টিল-ফ্রেমের তৈরি খোলা হলগুলিতে।

Myanmar-declares-state-of-emergency-after-7-7-magnitude-earthquake-4z9q8tdb-ezgif.com-avif-to-jpg-converter

নেইপিদোর জাতীয় মিউজিয়াম থেকে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও বইপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। কর্মীরা জানিয়েছেন, যতটা সম্ভব ঐতিহাসিক দলিল ও কম্পিউটার রক্ষা করার চেষ্টা চলছে। এখন দেখার, নতুন করে গড়ে উঠতে চলা এই রাজধানী কতটা টেকসই ও দুর্যোগ প্রতিরোধে সক্ষম হয়।