নিজস্ব সংবাদদাতাঃ কসবায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ফের নয়া মোড়। অবশেষে গ্রেফতার দেবাঞ্জন দেবের দেহরক্ষী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই দেবাঞ্জনের দেহরক্ষী তথা প্রাক্তন বিএসএফ কর্মী অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করেছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। আর এই নিয়ে দেবাঞ্জন কাণ্ডে গ্রেফতার হলেন ৫ জন। সূত্র মারফত খবর, এদিন এই প্রাক্তন বিএসএফ কর্মী তলব করে লালবাজার। তাঁকে নিয়ে যেতে বলা হয়েছিল বেশ কিছু নথি। দীর্ঘক্ষণ অরবিন্দকে জেরা করা হয়। কথায় একাধিক অসঙ্গতি মেলায়, পরে তাঁকে গ্রেফতার করা হয়।