ঝাড়গ্রামে গাঁজা পাচার, পুলিশের জালে ২ পাচারকারী

গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-18 at 19.58.56

File Picture

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ওড়িশা থেকে গাঁজা পাচার করে ঝাড়গ্রামে আনতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে দুই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চারচাকা গাড়িতে করে দুই ব্যক্তি গাঁজা নিয়ে ওড়িশার বারিপদা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেই খবর হাতে পেয়েই ঝাড়গ্রাম থানার পুলিশ জেলার বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করে। অবশেষে রাতে গাড়িটিকে চিহ্নিত করে ফিল্মি কায়দায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।

পুলিশ তৎক্ষণাৎ ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের নাম সমজীব হালদার ও প্রতীক নাথ। তারা উত্তর ২৪ পরগনার হরিদেবপুর থানার অন্তর্গত গোপালনগর ঠাকুরতলা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই ব্যক্তি গাঁজা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঝাড়গ্রামের নেতুরা, পুরাতন ঝাড়গ্রাম, পুকুরিয়া, বৈতা, গোবিন্দপুর, বরিয়া ও রাধানগর সহ একাধিক এলাকায় যাচ্ছিল। পুলিশ দাবি করেছে, এই সমস্ত এলাকায় চোরাপথে গাঁজার অবৈধ ব্যবসা চলার খবর ইতিমধ্যেই তাদের কাছে রয়েছে।

এই ঘটনার পর ঝাড়গ্রাম জেলায় মাদক পাচার রোধে নজরদারি আরও কড়া হয়েছে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন।