নিজস্ব সংবাদদাতাঃ তৃতীয়বারের জন্য জামিনের আবেদন খারিজ হল মীনাক্ষী মুখোপাধ্যায়ের। আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষীকে। তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া বাকি ১৫ জনেরও জামিন খারিজ হয়ে যায় শুক্রবার। ১৬ জনকেই আরও তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। আগামী ৭ মার্চ ফের এই মামলার শুনানি হবে। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষী-সহ মোট ১৬ জনকে। এদিন তাঁদের আদালতে তোলা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। সওয়াল জবাবের পর তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে বলে যান আদালতের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। এর অনেকটা সময় পার করেই হাওড়া আদালত এদিনের শুনানির ভিত্তিতে নির্দেশ দেন। সেখানে ১৬ জনেরই জামিনের আবেদন খারিজ হয়ে যায়।