নিজস্ব সংবাদদাতাঃ শহরে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য কমাতে এবার কঠোর নিয়ন্ত্রণ বিধি আনল রাজ্য সরকার। বেঁধে দেওয়া হল সর্বোচ্চ ভাড়া। ট্রিপ বাতিল বন্ধে নেওয়া হল কঠোর পদক্ষেপ। ঠিক হয়েছে ট্যাক্সির বেস ফেয়ারের সর্বোচ্চ ৫০ শতাংশ বেশি ভাড়া নিতে পারা যাবে ক্যাবে। মানে এখন প্রথম ২ কিলোমিটার ট্যাক্সির ভাড়া ৩০ টাকা। সেক্ষেত্রে ২ কিলোমিটারের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা নিতে পারবে ক্যাব সংস্থা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়ার ক্ষেত্রেও ওই ৫০ শতাংশের বেশি চার্জ নেওয়া যাবে না। তবে ক্যাবে এসি চালু থাকলে এসি ট্যাক্সির বেস ফেয়ারের উপর এই ভাড়া হবে। রাজ্য পরিবহণ দপ্তরের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে চালক, যাত্রী, এবং অ্যাপ ক্যাব সংস্থা সকলের স্বার্থই দেখা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনও ভাবেই যাত্রী প্রত্যাখ্যান বা ট্রিপ বাতিল করা যাবে না। যদি চালক ট্রিপ বাতিল করেন, সেক্ষেত্রে ভাড়ার ১০ শতাংশ চার্জ ক্যাব সংস্থা কেটে নেবে। আর যাত্রী বাতিল করলে পরের ট্রিপে তাকে আগের ভাড়ার বাড়তি ১০ শতাংশ চার্জ দিতে হবে।