নিজস্ব সংবাদদাতা: ভারতে সানাইয়ের কথা বলা হলেই উঠে আসে উত্তরপ্রদেশের কাশীর নাম ৷ ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খানের হাত ধরেই বিশ্বের দরবারে আত্মপ্রকাশ হয়েছিল বিখ্য়াত এই বাদ্যযন্ত্রের ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক নতুন পথের দিশারী এই সানাই ৷ বারণসীর কাশীর সেই বিখ্যাত সানাই পেল জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের (জিআই) পরিচয় পেল ৷ মঙ্গলবার বিশেষ এই পুরস্কারের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
/anm-bengali/media/media_files/2025/04/16/zyTFefoTFX1Lb8P3vg1q.jpg)