আজকের রাশিফল : মকর-মীনের ভাগ্যে কী লেখা আছে আজ?
আমাদের আন্দোলন কেবল তীব্রতর হবে, প্রতিদিন আরও শক্তিশালী হবে যতক্ষণ না এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় এবং নবান্নের ১৪ তলা পর্যন্ত পৌঁছায়- মমতাকে চরমতম নিশানা
গোয়ার মুখ্যমন্ত্রী কি বললেন ?
ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ মিছিল
চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস ঘেরাও অভিযান
ভোটার তালিকা ও জাল ভোটার সংক্রান্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন
তাঁর শাসনব্যবস্থা রাজ্যকে বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে- মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠল বড় অভিযোগের আঙুল
বিশ্ব বক্সিং কাপে সোনা জিতে উচ্ছ্বসিত হিতেশ গুলিয়া ! লক্ষ্য এখন অলিম্পিক
ট্যুইট করে কি বললেন মমতা ব্যানার্জি?

গরমকালে মুরগি পালনে সমস্যা ও তার প্রতিকার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গরমকালে মুরগি পালনে সমস্যা ও তার প্রতিকার

নিজস্ব সংবাদদাতাঃ মুরগির পালনে যেসব সমস্যা দেখা দেয় তা হল খাদ্য গ্রহণ, ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধির হার, লেয়ার ও ব্রিডারের ডিম উৎপাদনসহ ডিমের খোসার গুণগতমান কমে যাওয়া, খামারে মুরগি মারা যাওয়ার হার বেড়ে যাওয়া ইত্যাদি। এসবের হাত থেকে বাঁচতে ব্রুডার হাউসের শেডে বাচ্চা তোলার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও গ্লুকোজ খাওয়াতে হবে। লেয়ার হাউস ব্যবস্থাপনার ক্ষেত্রে শেডের চাল বা ছাদে তাপ বিকিরণ করতে পারে এমন সাদা, অ্যালুমিনিয়িাম রঙ দেওয়া প্রয়োজন।
অতিরিক্ত গরমে পাইপ বা ঝরনার মাধ্যমে জল ছেটানোর ব্যবস্থা করা প্রয়োজন। ক্ষুদ্র খামারের ক্ষেত্রে চালের ওপরে পাটের চট দিয়ে জল ছেটাতে হবে। প্রচন্ড গরমে খাবারের জলের সঙ্গে বরফ মেশানো দরকার। হাঁস মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত ভ্যাকসিন বা টিকা দেওয়া জরুরি। সেজন্য মুরগির রানীক্ষেত, ব্রংকাইটিস, ফাউলপক্ষ, ফাউল কলেরা, ম্যারেক্স এবং হাঁসের প্লেগ ও কলেরা রোগের টিকা দেওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গরমকালে মুরগির পালনে সমস্যা ও তার প্রতিকার জেনে যথাযথ ব্যবস্থা নিতে পারলে মিলবে সফলতা। কেননা খামারিরা সাধারণত রোগবালাইয়ের কারণেই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।