নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের প্রতি যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটানও। এবার তার প্রতিদানেই ভারতকে ধন্যবাদ জানালো শ্রীলঙ্কা ও ভুটান। বুধবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা এবং ভুটানের অর্থমন্ত্রী লায়োনপো নামগে একত্রে ভারতকে ধন্যবাদ জানান। কেহেলিয়া জানান, ভারত শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতিতে ৫ লক্ষ করোনার টীকা পাঠায় যার ফলে তাদের করোনা পরিস্থিতিতে মোকাবিলা সহজ হয়। ভুটানের তরফে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পাশে থাকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন নামগে।