নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ কোরিয়ায় এখন রাজনীতিতে বড় ধরণের উত্তেজনার সৃষ্টি হয়েছে। আদালতের রায়ে প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। সম্প্রতি মানুষের মতামত থেকে বোঝা গেছে, অনেকেই ইউনের সিদ্ধান্ত ও কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন। বেশিরভাগ মানুষই মনে করেন, তাকে সরিয়ে দেওয়াটা দরকার ছিল। তবে কিছু মানুষ তার পক্ষে থেকেছেন।
/anm-bengali/media/media_files/2025/04/04/1000181332-361156.jpg)
বর্তমান সরকারদল পিপল পাওয়ার পার্টির প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে এসেছে। তাদের সমর্থন এখন প্রায় ৩৫ শতাংশের মতো। অন্যদিকে, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রতি মানুষের আস্থা বেড়েছে, তাদের পেছনে রয়েছে প্রায় ৪১ শতাংশ সমর্থন। এই অবস্থায়, যদি এখনই নির্বাচন হয়, তাহলে সবচেয়ে এগিয়ে থাকবেন বিরোধী নেতা লি জে-মিয়ং। সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা অন্য সবার চেয়ে অনেক বেশি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে।