হরি ঘোষ, দুর্গাপুরঃ স্কুলে তালা পড়ুক কিন্তু পড়ুয়াদের মগজে নয়। শুক্রবার দুর্গাপুরের আকবর রোডের পাশের বস্তিতে বিকল্প ক্লাস রুম খুলে অভিনব প্রতিবাদ এসএফআই এর। মারণ ব্যাধির সংক্রমণ রুখতে সরকার স্কুল বন্ধ করে দিয়েছিল, মাঝে খুললেও ফের থার্ড ওয়েভের আতঙ্কে স্কুল গেটে তালা পড়ে। এই ইস্যুতে রাজপথের আন্দোলন জোরালো হয়েছে, প্রতিবাদে মুখর হয়েছে সমাজের এক শ্রেণীর মানুষ। রাজনীতির বাকচাতুরীতে আটকে পড়েছে পড়ুয়াদের স্কুল খোলার স্বপ্ন। ঠিক এই অবস্থায় দুর্গাপুরে অভিনব আন্দোলনে সামিল ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই। শুক্রবার সকালে এই বার্তাকে সামনে রেখে ইস্পাত নগরীর আকবর রোডের বস্তিবাসীর পড়ুয়াদের নিয়ে বিকল্প ক্লাস রুম শুরু হলো এসএফআই এর উদ্যোগে। ধারাবাহিক ভাবে এই বিকল্প ক্লাস রুম শুধু ইস্পাত নগরীতে নয়, শুরু হবে শহরের বিভিন্ন প্রান্তে। এসএফআই এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিবাভকরা, আর এই ক্লাস রুমে পড়তে এসে খুশি পড়ুয়ারাও।