বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :  ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। বলাকা গেটের সামনে বিক্ষোভকারীদর আটকায় নিরাপত্তারক্ষীরা। দুপক্ষের ধ্বস্তাধ্বস্তিতে ক্রমেই সরগরম হয়ে ওঠে এলাকা। যতদিন না ক্যাম্পাস কবে খুলবে জানা যাচ্ছে ততদিন পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। তাদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য বিভিন্ন অনৈতিক কাজকর্ম করছেন। উপাচার্যকে সেই বিষয়ে একটি ডেপুটেশন দিতে গেলে ছাত্রদের বাধা দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে প্রবেশপথ রয়েছে, সেখানে আটকে দেওয়া হয় তাদের।যে তিন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের স্বাভাবিক পঠন-পাঠনে ফিরিয়ে দিতে হবে। শিক্ষাভবনে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার সঠিক তদন্ত করতে হবে। শান্তিনিকেতনের যে জায়গাগুলোয় আগে প্রবেশ করা যেত, যেখানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি খুলে দিতে হবে। সবমিলিয়ে ১২ দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। উপাচর্যের ইস্তফার দাবিও তুলেছে তারা।