দিনে প্রায় ৪০টি সিগারেট, মানুষকেও হার মানাল এই শিম্পাঞ্জি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিনে প্রায় ৪০টি সিগারেট, মানুষকেও হার মানাল এই শিম্পাঞ্জি

নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত মানুষকে দেখা যায় ধূমপান করতে, যদিও শরীরের জন্য খুবই ক্ষতিকর এটি। কিন্তু আপনি কি কখনও দেখেছেন একটা শিম্পাঞ্জিকে ধূমপান করতে? তাও আবার দিনে ৪০টা।



সম্প্রতি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং চিড়িয়াখানায় একটি মহিলা শিম্পাঞ্জি রয়েছে, যে প্রতিদিন ৪০ টি সিগারেট ধূমপান করত, যদিও বর্তমানে সেই অভ্যাস ত্যাগ করেছে শিম্পাঞ্জিটি। জানা গিয়েছে বিনোদনের জন্য সিগারেট খাওয়ানো হয়েছিল ওই মহিলা শিম্পাঞ্জিটিকে, কিন্তু ধীরে ধীরে সিগারেট খাওয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সে। এমনকি চেইন স্মোকারদের মত কায়দা দেখিয়ে ধোঁয়ার রিং তৈরি করত সে।





এমনকি লাইটার দিয়ে নিজের সিগারেট নিজেই জ্বালাত সে। তাঁর এই অদ্ভুত কাণ্ডকারখানা দেখতেই ভিড় জমত চিড়িয়াখানায়।