সোমবার বন্ধ থাকবে সমস্ত স্কুল! বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
আইন কি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর জন্য প্রযোজ্য নয়! বড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী
আতঙ্ক পিছু ছাড়ছে না! কঠোর নিরাপত্তায় বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা, দেখুন ভিডিও
মধ্যপ্রদেশ এখন চিতার রাজ্য! গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হল চিতা
সংবিধান নিয়ে নূন্যতম জ্ঞান নেই সাংসদের! সুপ্রিম কোর্টের বিরোধিতা করে বিপাকে বিজেপির সাংসদ
"দ্বন্দ্ব নেই" — আনচেলত্তির সাফ কথা! রিয়াল মাদ্রিদের হারে গুঞ্জন
মহারুদ্রের যজ্ঞের সময় আচমকা ভেঙে পড়ল মণ্ডপ! তড়ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে
মহারাষ্ট্রের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে! উঠছে বড় ধরনের অভিযোগ
আপনার প্রতিটি পদক্ষেপ পক্ষপাতদুষ্ট ! মুর্শিদাবাদের হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি সুকান্ত মজুমদার

কোভ্যাক্সিনের পর প্যারাসিটামল লাগবে না, জানাল ভারত বায়োটেক

author-image
Harmeet
New Update
কোভ্যাক্সিনের পর প্যারাসিটামল লাগবে না, জানাল ভারত বায়োটেক

নিজস্ব সংবাদদাতাঃ ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, “আমরা জানতে পেরেছি, বেশ কিছু টিকাকরণ কেন্দ্র থেকে কিশোর কিশোরীদের কোভ্যাক্সিন দেওয়ার সঙ্গে সঙ্গে ৫০০ মিলিগ্রাম ক্ষমতা সম্পন্ন তিনটি প্যারাসিটামল ট্য়াবলেট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু কোভ্যাক্সিন নেওয়ার পর কোনওরকম প্যারাসিটামল বা অন্য কোনও ব্যাথা নিরামক ওষুধ নেওয়ার প্রয়োজন নেই।” ভারত বায়োটেকের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ৩০ হাজার জনের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে কোভ্যাক্সিনের করোনা টিকা। তাদের মধ্যে প্রায় ১০-২০ শতাংশ মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্য়ে বেশিরভাগই মাঝারি ধরনের। এক দিন বা দুই দিনের মধ্যেই আবার সব ঠিক হয়ে যাওয়ার মতো এবং এর জন্য কোনও ওষুধের প্রয়োজন নেই। কেবলমাত্র চিকিৎসকের সঙ্গে কথা বলার পরে, তিনি যদি পরামর্শ দেন তাহলেই ওষুধ নিন। সেখানে আরও বলা হয়েছে, “আগে অন্য কোনও করোনা টিকার ক্ষেত্রে প্যারাসিটামল নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে এর প্রয়োজন নেই।”