নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হলেও সার্বিকভাবে দেশে সংক্রমণের সংখ্যা কমেছে। রাজ্যেও দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তবে দেশের নিরিখে রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম। তাই সংক্রমণের দৈনিক হিসেব কতটা স্বস্তিদায়ক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করোনা পরীক্ষার ওপর জোর দিতে বলছেন, অন্যদিকে তখন রাজ্য নমুনা পরীক্ষায় জায়গা পেয়েছে শেষ পাঁচে। তাই কেন্দ্রের করোনা সংক্রান্ত বৈঠকের পরই নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি বৈঠক বসল স্বাস্থ্য ভবনে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে কিট কেনার নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিন আধিকারিকদের কাছে স্বাস্থ্য সচিব জানতে চান, ওষুধের মজুত কেমন রয়েছে রাজ্যে। পর্যাপ্ত ওষুধের জোগান রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে প্রতি ১০ লক্ষে ৪৯৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।